top of page

কবিতাঃ প্রেম - ফারজানা শহিদ শুক্তি

  • Writer: Bangla TV
    Bangla TV
  • Mar 21, 2019
  • 2 min read

Updated: Apr 12, 2019


প্রেম কথাটার মধ্যে কেমন যেন

একটা শির শিরে ভাব আছে

ওড়া ওড়া , ফুড়ফুঁড়া , গান গেয়ে ভেসে যাওয়া

প্রথম প্রেমের বেপারটা তো আরো অদ্ভুত

ওটা ভোলার জন্য নয়

বরং কখনও কখনও মনে দাগ কেটে থাকার মতন

ভাল আমি , ভেসে গিয়েছিলাম

ভুলে গিয়েছিলাম যে , আত্মসম্মান বলে

খুব একান্ত নিজস্ব একটা বেপার আছে। তাকে ভুলতে নেই।

ভেবেছিলাম ও থেকে বুঝি কখনো বের হতে পারবো না।

ঈশ্বর সাক্ষী কারো ক্ষতি করতে চাইনি ।

পোড়া ভস্ম সবটা আমার নিজেরই ছিল।

একাই ছিলাম, তবু বলবো আমি সামলে গেছি।

কল্প কাহিনী রুপকথা খুব একটা নাড়া দিতনা আমায় যদিও,

আমার বন্ধু এবং বন্ধুরা তোমাদের সত্যিই ধন্যবাদ ।

প্রেম শব্দটা তখনও সুগন্ধির মত ভেসে আসতো ।



আমার দ্বিতীয় প্রেম খুব মজার এলো '

ও যে এলো আরো অনেকের মতই আমিও বুঝতে পারিনি।

খুব আস্তে ধীরে , শান্ত পায়ে এলো।

উন্মাদনায় ভাসল না। বিরহে কাঁদল না।

আমার হার্ট একটা বিট ও মিস করলো না।

সে এলো, প্রেম করলাম দুজনেই

পার্কে, রেস্টুরেন্টে, রাস্তায়, পথের ধারে, কোথায় না

সর্বত্র আমরা হেঁটেছি একসাথে।

তবে হাত ধরে নয়। ভীষণ হাসাতো ও আমায়।

আমার পুরোনো ক্ষতটা সত্যিই সাড়িয়ে দিতে পেরেছিলো।

আমি বুঝলাম ও ছাড়া আমার চলবে না।

বাঙ্গালীদের যা হয় আর কি বাসা থেকে চাপি,


আত্মীয়স্বজনের কটু কথা, ঈশারা, তবু আমি অপেক্ষা করেছি।

আমার অপেক্ষাটা খুব সহজ ছিলোনা ।

ওর কথা ভেবে সহজ হত। ক্যারিয়ার বলে কথা। পরিবার মানবে না।


আজ আমি দুই সন্তানের মা। অনেক লম্বা অপেক্ষা

তেঁতো ঝাল পেরিয়ে আমাদের বিয়েটা শেষ পর্যন্ত হয়েছিলো।

ভালোই আছি, বেশ আছি।

আজ আর দেখা করবো বলে পাবলিক লাইব্রেরির গেটে

দাড়িয়ে থাকা নেই।

একটু পুডিং খাওয়াতে কোথায় বসবো বলে জায়গা খুঁজতে হইনা।

একদিন দেখা হবেনা বলে অস্থির হয়না আর মন।

একবার দেখা করবো বলে ওর আবছা বলা ঠিকানায়

অবধি পৌঁছে গিয়েছিলাম।

আমার পাগলামি ওইটুকুই তো ছিল।

অপূর্ব যেমন হৈমন্তীকে পেয়ে বলেছিল `পাইলাম, আমি ওকে পাইলাম'

আমার অবস্থাও তাই, যদিও অকে বলিনি।

বিয়ের তো এগারো বছর পর বললাম

"তোমার সাথে বিয়েটা না হলে আমাদের এফেয়ার হয়ে যেত"।

Extra marital affair ঠিক হত।।

ความคิดเห็น


bottom of page