top of page

ওয়ার্ড ব্রিজ স্কুলে বসন্ত বরণ ১৪২৫

  • Writer: Bangla TV
    Bangla TV
  • Mar 27, 2019
  • 1 min read


ওয়ার্ডব্রিজ স্কুলটি ২০১৪ সালে একটি বিশিষ্ট শিল্পপতি এবং কিছু বিখ্যাত শিক্ষকদের যৌক্তিক শিক্ষার যৌথ প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিলো। স্কুলটি ২১ তম শতাব্দীর নেতা হিসেবে স্বীকৃত হওয়ার জন্য ছাত্রদের প্রস্তুত করার লক্ষ্যে ঐতিহ্য মিশ্রিত করে সমসাময়িক শিক্ষা প্রদান করে আসছে।

'হয়তো ফুটেনি ফুল রবীন্দ্রসঙ্গীতে যত আছে, হয়তো গাহেনি পাখি অন্তর উদাস করা সুরে বনের কুসুমগুলি ঘিরে। আকাশে মেলিয়া আঁখি তবুও ফুটেছে জবা,—দূরন্ত শিমুল গাছে গাছে, তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক। '

নির্মলেন্দু গুণ এর "বসন্ত বন্দনা " কবিতায় সাড়া দিয়ে নগরীর ইংরেজি মাধ্যম স্কুল ওয়ার্ড ব্রিজে পালিত হয়েছে বসন্ত বরণ উৎসব ১৪২৫ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।


অনুষ্ঠান মালায় ছিলঃ

২। গান ইত্যাদি

Коментарі


bottom of page